thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

বাদ পড়লেন কাকা

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১২:৩৫:৪৯
বাদ পড়লেন কাকা

দ্য রিপোর্ট ডেস্ক : অভিজ্ঞ তারকা কাকাকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের দল গড়েছে ব্রাজিল। কোচ লুইজ ফিলিপ স্কলারি দলে দুজন নতুন মুখ রেখেছেন। তারা হলেন- বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার রাফিনহা এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফার্নান্দিনহো।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ মার্চি একটি প্রীতিম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্কলারির অধীনেই ২০০২ সালে বিশ্বকাপের মুকুট জয় করেছিল ব্রাজিল। গত বছর তারই অধীনে স্পেনকে হারিয়ে কনফেডারেশন্স কাপ জয় করে ব্রাজিল।

কাকাসহ ব্রাজিল দলে নেই স্ট্রাইকার ফ্রেডও, কনফেডারেন্স কাপে যিনি স্পেনের জালে জড়িয়েছিলেন পাঁচটি গোল। ৩০ বছর বয়সী আক্রমণভাগের এই খেলোয়াড় পায়ের ইনজুরিতে ভুগছেন।

তবে স্পেনের হয়ে খেলবেন অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো কস্তা। তিনি স্পেনের নাগরিকত্ব পেয়েছেন। খেলার মাঠে ব্রাজিল হয়তো তার অভাব অনুভব করবে। মিলানের সাবেক তারকা পাতোও বাজে ফর্মের জন্য দলে আসতে ব্যর্থ হয়েছেন। কিন্তু নেইমার, হাল্ক ও বার্নাড বরাবর আক্রমণভাগে থাকছেন।

ইউরোপে খেলেন এমন খেলোয়াড়ই বেশি ব্রাজিলের এবারের দলে।

ব্রাজিলের দল :

গোলরক্ষক - জুলিও সিজার।

ডিফেন্ডার- থিয়াগো সিলভা, ডেভিড সিলভা, দান্তে, দানি আলভেজ, রাফিনহা, মার্সেলো।

মিডফিল্ডার- পাওলিনহো, ফার্নান্দিনহো, লুইজ গুস্তাভো, রামিরেস, অস্কার, উইলিয়ান।

স্ট্রাইকার- নেইমার, হাল্ক, বার্নাড।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/একে/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর