thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরাজগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৩:১৬:৪০
সিরাজগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাট ঘোরজান গ্রামে দুইপক্ষের সংঘর্ষে আকবার আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আকবার আলী হাট ঘোরজান গ্রামের কেরামত আলী মীরের ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য রিপোর্টকে জানান, সৌরবিদ্যুতের সংযোগকে কেন্দ্র করে ওই গ্রামের আকবার আলীর সঙ্গে আব্দুল ছালামের বিরোধ চলে আসছিল। এ ঘটনার মীমাংসা করতে মঙ্গলবার রাত ৮টার দিকে সাবেক ইউপি মেম্বার রমজান আলী বৈঠক ডাকেন। বৈঠকের একপর্যায়ে আকবার আলী সঙ্গে আব্দুল ছালাম বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আকবার আলী গুরতর আহত হন। চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বুধবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোকাদ্দেস আলীর ছেলে স্বপন মিয়া (২২) ও আব্দুল ছালাম ব্যাপারীর ছেলে বাদশা মিয়া (২৪) নামে দুইজনকে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরএ/ইইউ/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর