thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পাকিস্তানের নতুন কোচ মঈন খান

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৩:১৮:৪৬
পাকিস্তানের নতুন কোচ মঈন খান

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মঈন খান। অস্ট্রেলিয়ার কোচ ডেভ হোয়াটমোরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। দুই বছরের মেয়াদ শেষে হোয়াটমোর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। গত মাসেই হোয়াটমোরের মেয়াদ শেষ হয়েছিল।

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন ওয়াকার ইউনিস। এর আগে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। যদিও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৪২ বছর বয়সী মঈন খান।

পাকিস্তানের নতুন ব্যবস্থাপনা কমিটির দীর্ঘ সভার পর মঈনের ব্যাপারে সিদ্ধান্ত এসেছে। নাজাম শেঠী এথন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তিনি এই সভা পরিচালনা করেছেন। সোমবার জাকা আশরাফের স্থলাভিষিক্ত হয়েছেন শেঠী। পাকিস্তান ক্রিকেটে ব্যাপক পালাবদলই ঘটেছে বটে।

ফেভারিটের তালিকায় এগিয়েছিলেন ওয়াকার। পাকিস্তান ক্রিকেটে বোর্ডের চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ সংবাদমাধ্যমে জানিয়েছেন, এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্য দায়িত্ব পেয়েছেন মঈন। এই দুটি আসরই বসবে বাংলাদেশের মাটিতে।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর