thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘সরকার উৎখাত করতে গিয়ে উৎখাত হয়েছে বিএনপি’

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৪:১৩:৩৭
‘সরকার উৎখাত করতে গিয়ে উৎখাত হয়েছে বিএনপি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনের আগে সরকারকে উৎখাত করতে চেয়েছিল বিএনপি। কিন্তু নিজেরাই সংসদ থেকে উৎখাত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে ‘ঠিকানা বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘আপনি বলেছিলেন, দল গোছানোর জন্য সময় দরকার। আপনাকে দল গোছানোর জন্য আমরা ৫ বছর সময় দিলাম। দল গোছানো শেষ হলে আন্দোলনে আসুন।’

তিনি আরও বলেন, ‘আপনি বলেছিলেন, বিদেশিদের দুয়ারে আর ধন্না নেবেন না। কিন্তু আপনি আপনার কথায় অটল থাকতে পারেননি।’

বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। নিজেদের অপকর্ম ঢাকতে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে।’

সভায় সংসদ সদস্য হাজী সেলিম সভাপতিত্ব করেন। এ ছাড়া সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএম/একে/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর