thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রংপুরে রাস্তায় আলু ফেলে কৃষকের বিক্ষোভ

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৪:৪২:৪২
রংপুরে রাস্তায় আলু ফেলে কৃষকের বিক্ষোভ

রংপুর সংবাদদাতা : রংপুরের মাহিগঞ্জ সাতমাথা মহাসড়কে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছে কৃষকেরা। আলুর দাম না পাওয়ায় বুধবার দুপুরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় চাষীরা অভিযোগ করে বলেন, প্রতি কেজি আলু উৎপাদন করতে তাদের আট থেকে দশ টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমানে ক্ষেত থেকে আলু তুলে দেড় টাকা থেকে তিন টাকা দরে লোকসানে বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় আলুতে ভর্তুকী দেওয়া ও রপ্তানি করার উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা।

(দ্য রিপোর্ট/আরআই/ইইউ/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর