thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

‘রাজনৈতিক বিভক্তি অর্থনীতির জন্য প্রতিবন্ধকতা’

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৪:৫২:৫৭
‘রাজনৈতিক বিভক্তি অর্থনীতির জন্য প্রতিবন্ধকতা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক বিভক্তি অর্থনীতির জন্য বড় প্রতিবন্ধকতা।’

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেমে বুধবার দুপুরে ১১তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে। নির্বাচনের মাধ্যমে এ অস্থিরতা কিছুটা কমেছে।’

মুহিত বলেন, ‘এ মেলা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পণ্য উৎপাদনকারী, প্রতিনিধি ও ব্যবসায়ীগণ তাদের শিল্পের জন্য উন্নতমানের মেশিন, মালামাল, যন্ত্রপাতি এবং এর উৎস সম্পর্কে জানতে পারবে। প্রয়োজন অনুযায়ী ক্রয়ও করতে পারবে। এ ছাড়া এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ভালো হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘দেশের অর্থনীতি সঠিকভাবে চললে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশে রফতানিকারকদের জন্য এ প্রদর্শনী সহায়ক হবে।’

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহম্মেদ বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নকে নিরুসাহিত করে। রাজনৈতিক অস্থিরতা না থাকলে আমরা ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম।’

চার দিনব্যাপী আন্তর্জাতিক এই মেশিনারি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিটিএমএ-এর সহ-সভাপতি মান্নান মিয়া, ইয়োরকার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের প্রধান নির্বাহী টাইগার লিন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন।

যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), চ্যাং চাও ইন্টারন্যাশনাল কোম্পানি ও ইয়োরকার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস।

প্রদর্শনীতে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, চায়না, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলংকা, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ৮৫০টি কোম্পানি অংশ নিচ্ছে।

(দ্য রিপোর্ট/এএইচএস/একে/এমডি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর