thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীর চার উপজেলায় হরতাল চলছে

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৫:৪৯:৪২
রাজশাহীর চার উপজেলায় হরতাল চলছে

রাজশাহী অফিস : বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজশাহীর চার উপজেলায় হরতাল চলছে। ফলে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোতুর্জা জানান, সকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। তবে হরতালে সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

চারঘাট উপজেলা চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ চাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে প্রথমে চারঘাটে এ হরতালের ডাক দেওয়া হয়। পরে মঙ্গলবার রাতে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় আরও তিন উপজেলায় হরতালের আহ্বান করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর ১৮ দলের অবরোধ চলাকালে চারঘাটের হলিদাগাছিতে রেলে নাশকতা ও ২৬ নভেম্বর পুঠিয়া পৌর যুবদলের সভাপতি আব্বাস আলীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের মামলার অন্যতম আসামি আবু সাঈদ চাঁদ।

(দ্য রিপোর্ট/এমএইচ/ইইউ/এমডি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর