thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘আন্দোলন সহিংস রূপ পেল কেন?’

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৬:১৭:৪৬
‘আন্দোলন সহিংস রূপ পেল কেন?’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির প্রতি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের প্রশ্ন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন হলে সেই আন্দোলন সহিংস রূপ পেল কেন? রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে বাংলাদেশ নাগরিক সেবার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন।

শাজাহান খান বলেন, ‘কোনো গণতান্ত্রিক আন্দোলনে যখন সহিংসতা অনুপ্রবেশ করে সেই আন্দোলন আর গণতান্ত্রিক আন্দোলন থাকে না। ১৯৫২, ৬২, ৬৯, ৯০, ৯৬ এ আন্দোলন হয়েছে। আপনারা কী বলতে পারবেন একটি আন্দোলনেও গান পাউডার ছিটিয়ে মানুষ মারা হয়েছে? বাসে পেট্রোলবোমা মারা হয়েছে? ঘুমন্ত মানুষসহ গাড়িতে আগুন দেওয়া হয়েছে? কোনো পাপ কারো বাপকেও ছাড়ে না। বিএনপি সেই পাপের ফল এখন ভোগ করছে।’

জামায়াত-শিবিরের কারণেই বিএনপির এমন অবস্থা দাবি করে মন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরকে তিনি হৃষ্টপুষ্ট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছেন সেখান থেকে আর ফেরার পথ নাই। খালেদা জিয়াকে উদ্দেশ করে বলতে হয় ‘ধরা পইরা গেছ তুমি রঙ্গিলা জালে...’।

যুদ্ধাপরাধী প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সারাবিশ্ব যুদ্ধাপরাধীকে ঘৃণা করে আর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের ভালোবাসেন। তিনি বগুড়া, রাজশাহীসহ বিভিন্ন জনসভায় বললেন নিজামী, মুজাহিদ, সাকা এরা কেউ যুদ্ধাপরাধী নয়। তিনি কীভাবে এই কথা বললেন!’

এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি খুব আত্মতৃপ্তি পাচ্ছে এই ভেবে যে, তারেক রহমানের কোনো অর্থ কেলেঙ্কারির মামলায় অভিযোগ প্রমাণিত হয় নাই। কিন্তু তার বন্ধু গিয়াস আল মামুনের এই মামলায় সাজা হয়েছে। এর সঙ্গে কে জড়িত ছিল সবাই জানে।’

বিএনপি নেত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়া এক জনসভায় বললেন বিএনপি মুক্তিযুদ্ধের দল। বিএনপি জন্ম কী মুক্তিযুদ্ধের আগে? আবার ক’দিন পর বললেন ১৯ দলই মুক্তিযুদ্ধের দল। তাহলে কী জামায়াতও মুক্তিযুদ্ধের দল?’

বিএনপি দেশে গণহত্যা চালিয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি দাবি করল দেশে গণহত্যা চলছে। একজন সন্ত্রাসী পুলিশের গুলিতে মারা গেলে কী গণহত্যা হয়। আর আপনার দলের আন্দোলনের সময় যে ৫৫ জন ড্রাইভার, ১৬ জন পুলিশ, ২ জন বিজিবি সদস্যসহ সাধারণ মানুষ মারা গেল এটা কী? গণহত্যা চালিয়েছেন আপনি।

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সতীস চন্দ্র রায়, স্বতন্ত্র সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর