thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

শাবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ান সিইপি বিভাগ

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৫:২৪:১৮
শাবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ান সিইপি বিভাগ

সিলেট অফিস : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগ চ্যাম্পিয়ান হয়েছে।

বুধবার সকালে আগে ব্যাটিং করে সমাজ বিজ্ঞান বিভাগ ১১৯ রান তুলেছিল। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটেই হারিয়ে গন্তব্যে পৌঁছেছে সিইপি বিভাগ।

গত ৩০ জানুয়ারি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল। এতে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ অংশগ্রহণ করেছে।

খেলা শেষে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ও নির্দেশনা পরিচালক এবং খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আব্দুল গনি, সিইপি বিভাগের প্রধান প্রফেসর ড. মস্তাবুর রহমান, শারীরিক শিক্ষা দফতরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজেচৌ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর