thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

না.গঞ্জে সিএনজিচালকের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৬:২৮:৫৫
না.গঞ্জে সিএনজিচালকের মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জেলা মহানগরের সিদ্ধিরগঞ্জে আবদুল আজিজ (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিক্সাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাড়ির পাশের পুকুর থেকে মঙ্গলবার দুপুরে এ মৃতদেহ উদ্ধার করা হয়। আবদুল আজিজ সিদ্ধিরগঞ্জে মিজমিজি আবদুল আলী পুল এলাকার কালু হাজীর বাড়ির ভাড়াটিয়া ও আকবর হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শওকত দ্য রিপোর্টকে জানান, আজিজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের দাগ রয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় তার পুরুষাঙ্গ কাটা ছিল।

তিনি জানান, আবদুল আজিজের দ্বিতীয় স্ত্রী সীমার সঙ্গে গত কয়েকদিন ধরেই তার কলহ চলছিল। সীমা এখন পলাতক। তাকে পাওয়া গেলে হত্যার ক্লু বের করা সম্ভব হতে পারে বলে জানান তিনি।

তিনি আরও জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে উলঙ্গ অবস্থায় আজিজের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএমএম/এমএইচও/জেএম/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর