thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

শেরপুর আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগের প্যানেল ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৬:৩১:১২
শেরপুর আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগের প্যানেল ঘোষণা

শেরপুর সংবাদদাতা : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। সমিতির ২নং ভবন মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় এ প্যানেল ঘোষণা করা হয়।

জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। এ ছাড়াও বক্তব্য রাখেন, সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, অ্যাডভোকেট শাহীদ উল্লাহ শাহী ও অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ।

পরে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারকে একক প্রার্থী ঘোষণা করা হয়। এ ছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হরিদাস সাহা, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, অডিট পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার পদে মো. ইসমাইল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুদ্দিন আহম্মেদ, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট শাহীদ উল্লাহ শাহী, অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, অ্যাডভোকেট রওশন কবীর আলমগীর ও অ্যাডভোকেট শফিকুল ইসলামকে প্রার্থী করা হয়।

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনও বিএনপি সমর্থিত প্যানেল চূড়ান্ত করা হয়নি।

(দ্য রিপোর্ট/এসএম/এফএস/জেএম/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর