thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ করার আহ্বান

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৬:৩৯:০৬
নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ করার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়ান বিলিয়ন রাইজিং ফর জাস্টিস পালনের মধ্য দিয়ে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ করার আহ্বান জানান নারী নেত্রী খুশী কবির।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’র উদ্যোগে ন্যায় ‘বিচারের দাবিতে জেগে ওঠো’ এই স্লোগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে খুশী কবির বলেন, ‘গত বছর ১৪ ফেব্রুয়ারিতে ঢাকায় এই আন্দোলন আমরা করেছিলাম। তবে এবার এটা হবে সারা দেশব্যাপী।

তিনি জানান, শুক্রবার সুপ্রীম কোর্টের সামনে আমরা এই আন্দোলন শুরু করব। তা ছাড়া দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে তাদের নিকটস্থ আদালতের সামনেই এই আন্দোলন করা হবে।

এ ছাড়া তিনি আরও জানান, এই আন্দোলনের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে চাই। তারা যেন তাদের অধিকার নিয়ে ভাবেন। পাশাপাশি সরকারকে জানাতে চাই তারা যে ন্যায় বিচারের কথা বলছেন প্রকৃতপক্ষে তা ন্যায় হয়ে ওঠেনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংঘাত কোড় কমিটির সদস্য ফৌজিয়া খন্দকার, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সারা যাকের প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর