thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএসএফের হাতে দুই বাংলাদেশি আহত

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৭:৪৯:৩৬
বিএসএফের হাতে দুই বাংলাদেশি আহত

বেনাপোল সংবাদদাতা : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধারালো অস্ত্রের আঘাতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতীয় আংরাইল ভূ-খণ্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের তাজউদ্দিনের পুত্র আবুল হাসান লিটন (২০) ও একই গ্রামের হযরত আলীর পুত্র মনা (২৫)। এদের মধ্যে আবুল হাসান লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবুল হাসান লিটন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে আমরা ১৫-২০ জন মিলে ভারতে গরু আনতে যাই। ভারতের ঢাকাপাড়ার বাসিন্দা তারকেশ্বর তাদের মহাজন হিসেবে গরু সরবরাহ করে। শার্শার পুটখালীর ওপারে বেসাটি বাওড় পার হওয়ার পর ভারতের সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা তাদের ওপর হামলা চালায়। বিএসএফ সদস্যদের কাছে রাইফেল থাকলেও তারা ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে আমি ও মনা আহত হই। এ সময় ৪-৫ জনকে আটক করে বিএসএফ সদস্যরা ক্যাম্পে নিয়ে যায়।

আবুল হাসান আরও জানান, আমি আহত হওয়ার পর ভারতীয়রা আমাকে উদ্ধার করে মহাজন তারকেশ্বরের বাড়িতে লুকিয়ে রাখে এবং পাশের এক চিকিৎসকের কাছ থেকে ক্ষতস্থানে সেলাই ও ব্যান্ডেজ করে দেয়।’

ভারতে একরাত অবস্থানের পর মঙ্গলবার রাতে বাংলাদেশে আসে আবুল হাসান লিটন ও মনা। এ ব্যাপারে বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের ইনচার্জ শামছুর রহমান জানান, এ ঘটনার ব্যাপারে ক্যাম্পে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমাদের জানা নেই।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর