thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাতক্ষীরায় মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৮:৩৫:৩৪
সাতক্ষীরায় মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদীর ঝেড়ামুখো এলাকা থেকে আব্দুর রহমান (৪০) নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টায় মৃতদেহ উদ্ধার করা হয়।

আব্দুর রহমান শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত জানান, নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের কৈখালী বিওপি’র জওয়ানরা টহলে গেলে মঙ্গলবার সন্ধ্যার দিকে মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আব্দুর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে রহমান নিখোঁজ ছিল। তার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/ইইউ/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর