thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৮:৩৯:০৩
বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর জেলার বীরগঞ্জে ট্রাক্টরের নিচে পড়ে আহত হেলালের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে এবং বিকেল সাড়ে ৪টায় সে মারা যায়।

নিহত বীরগঞ্জ উপজেলার সাতখামার গ্রামের দারোগা আলীর ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন পিপিএম জানান, বীরগঞ্জ পৌর বাজার থেকে বাইসাইকেলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। এ ঘটনায় হেলাল গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) হস্তান্তর করে। দিমেকে নিয়ে যাওয়ার পথে হেলালের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমআইআর/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর