thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

বৃহত্তম বাণিজ্যিক জাতি হিসেবে চীনের আবির্ভাব ঘটছে!

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৯:২৬:৫৭
বৃহত্তম বাণিজ্যিক জাতি হিসেবে চীনের আবির্ভাব ঘটছে!

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৪ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জাতি হিসেবে চীনের আবির্ভাব ঘটতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্বের অর্থনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি দেশটির বাণিজ্যিক খাতে উদ্বৃত্তের ঘটনার উপর ভিত্তি করে এ পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

জানুয়ারি মাসে চীনের বানিজ্যিক উদ্বৃত্ত হয়েছে ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলার। ফলে এর আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চীনা অর্থনীতিতে মন্দা নেমে আসার যে আশংকা করা হয়েছিল তাও দূর হলো।

এক বছর আগের তুলনায় এই উদ্বৃত্ত ১৪ শতাংশ বেশি এবং ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার উদ্বৃত্ত হওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার চেয়েও অনেক বেশি।

দেশটির আমদানি-রফতানিতেও ব্যাপক উর্ধগতি লক্ষ্য করা গেছে। আগের বছরের তুলনায় আমদানি বেড়েছে ১০ শতাংশ। আর রফতানি বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ।

সব মিলিয়ে বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জাতি হিসেবে চীনের আবির্ভাব ঘটবে।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর