thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

পাইওনিয়ার সোয়েটার গার্মেন্টসে ৩০ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৯:৩৮:৫৬
পাইওনিয়ার সোয়েটার গার্মেন্টসে ৩০ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় পাইওনিয়ার সোয়েটার গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ নিরসনে ৩০ সদস্যের পারটিসিপেট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন সেন্টারে বুধবার দুপুরে ত্রিপক্ষীয় বৈঠকে এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী এক মাসের মধ্যে শ্রমিকরা সরাসরি ভোটের মাধ্যমে ওই কমিটি গঠন করবে। এ ছাড়া মিড ম্যানেজমেন্ট থেকে ৩ অথবা ৫ জন নির্বাচিত করা হবে। তারা কারখানায় যে সব সমস্যা বিদ্যমান রয়েছে তা লিখিত আকারে মালিকপক্ষকে জানাবে।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান, সহ-সভাপতি শামীম আহমেদ, পরিচালক ও লেবার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক, পাইওনিয়ার সোয়েটারের এমডি বাদশা মিয়া, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহমেদ পলাশ প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানটির ১০০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

জিএম ফারুক জানান, বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটিতে শ্রমিক অসন্তোষ অনেকটাই কমে আসবে। তখন শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধি মালিকপক্ষের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, গত এক বছর ধরে রফতানিমুখী পাইওনিয়ার সোয়েটারে শ্রমিক অসন্তোষ লেগেই ছিল। অসন্তোষের কারণে কয়েক দফায় সহস্রাধিক শ্রমিককে চাকরিচ্যুত করেছিল মালিকপক্ষ।

(দ্য রিপোর্ট/এমএম/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর