thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘বহুদলীয় নির্বাচন চায় কানাডা’

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৯:৪১:০৫
‘বহুদলীয় নির্বাচন চায় কানাডা’

সাতক্ষীরা প্রতিনিধি : কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেন বলেন, তার সরকার বাংলাদেশে একটি বহুদলীয় অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। তবে বাংলাদেশের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সাতক্ষীরার দেবহাটার জগন্নাথপুর ও সদর উপজেলার আগরদাড়ি গ্রামে বুধবার দুপুরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েকটি সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের চিত্র দেখে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দশম সংসদ নির্বাচনে শতকরা ৫০ ভাগ আসনে ভোট হয়নি উল্লেখ করে হিদার ক্রুডেন বলেন, সেখানে সাধারণ মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা ভোট দিতে পারেনি। এ জন্য এই নির্বাচন যথেষ্ট গ্রহণযোগ্যতা লাভ করেনি। তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকা দরকার।

সহিংসতার চিত্র দেখে তিনি তাদের প্রতি সমবেদনা জানান এবং বিস্ময় প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের সহায়-সম্পদ হারিয়েছেন। তাদের নারী ও শিশুরা ভীতসন্ত্রস্ত রয়েছেন। তারা তাদের মৌলিক অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করতে চায়। তাদের যথাযথ নিরাপত্তা দেওয়া দরকার।

তিনি আরও বলেন, তার সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এই নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে এবং আবারও বাংলাদেশ সরকারের কাছে এই নির্যাতনের চিত্র তুলে ধরবে।

বাংলাদেশের সব মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করুক এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, এটা তাদের মৌলিক অধিকার। এ ব্যাপারে সরকারের আরও আন্তরিক হতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দুটি বৃহৎ দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি সংলাপের আশা করেন।

পরিদর্শনকালে হাইকমিশনের কর্মকর্তা ড্যানিয়েল লুতফি, মো. কামালউদ্দিন, স্থানীয় সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআর/এপি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর