thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

সেনা কর্মকর্তা পারভেজের বাড়িতে শোকের মাতম

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৯:৪৫:০৪
সেনা কর্মকর্তা পারভেজের বাড়িতে শোকের মাতম

মাগুরা প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে মর্টার শেল বিস্ফোরণে নিহত সেনাবাহিনীর (২০ বেঙ্গল) ওয়ারেন্ট অফিসার পারভেজ খানের মাগুরার বাড়িতে চলছে শোকের মাতম। তিনি শহরতলীর পারলা গ্রামের মৃত মো. হাফিজ খানের ছেলে। চার সন্তানের মধ্যে তিনি বড় ছেলে ছিলেন।

নিহতের ছোট ভাই তুহিন খান জানান, দুপুর ২টার দিকে হঠাৎ করে মোবাইলে সেনাবাহীর পক্ষে তার ভাই পারভেজের মৃত্যুর খবর জানানো হয়। এরপর বাড়িতে খবর পৌঁছলে নিহতের মাসহ পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ গ্রামের শত শত নারী-পুরুষ ভিড় করেন তার বাড়িতে। ভাইয়ের সঙ্গে তুহিনের সর্বশেষ ফোনে কথা হয় মঙ্গলবার।

পারভেজ ১৯৮৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। দীর্ঘ ২৬ বছরের চাকরি জীবনে দক্ষতার সঙ্গে মর্টার কোর্স-৩৬ শেষ করে তিনি ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিবারসহ ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। মাত্র তিন মাস আগে রাজেন্দ্রপুর সেনানিবাসে যোগদান করেন তিনি। বুধবার সকালে বিজিবি’র প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরণে সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।

বিকেলে সাভার থেকে স্ত্রী রোকসানা বেগম, পুত্র সপ্তম শ্রেণীর ছাত্র প্রান্ত ও নার্সারির ছাত্রী ছোয়াকে মাগুরায় আনা হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। তবে নিহতের মৃতদেহ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাগুরায় আনা হবে।

দাফনের জন্য পৌর কবরস্থানে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআইএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর