thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ইউসিবি ব্যাংকের টিকিট প্রতারণা!

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৯:৪৯:৪২
ইউসিবি ব্যাংকের টিকিট প্রতারণা!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে : ইউ ক্যাশের মাধ্যমে ইউসিবি ব্যাংকের টিকিট প্রতারণার অভিযোগ উঠেছে। টেস্ট দর্শক টানতে না পারলেও ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ নিয়ে দর্শক আগ্রহ ছিল চোখে পড়ার মত। সবাই একটি টিকিট পাওয়ার আশায় এদিক-ওদিক ছুটছেন। অনেকে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন। টিকিট পেতে হলে খুলতে হবে ইউক্যাশ অ্যাকাউন্ট। এ ঝামেলা করে টিকিট পেতে অনীহা অনেকের। ইউক্যাশ ছাড়া টিকিট পাওয়া সম্ভব নয় বলে জানালেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মধ্যবয়স্ক এক লোককে টিকিট বিক্রয় করতে দেখা গেছে। তার সঙ্গে দ্য রিপোর্টের প্রতিবেদক কথা বলতে গেলে তিনি পালিয়ে গেছেন।

সপ্তম শ্রেণীর ৪ থেকে ৫ জনের একটি দলকে টিকিট পাওয়ার আনন্দে উচ্ছ্বাস করতে দেখা গেছে। তারা দ্য রিপোর্টকে জানিয়েছেন, ‘৫০ টাকার টিকেট আমরা ৩০০ টাকা দিয়ে কিনেছি। তারপরও খুশি বাংলাদেশের খেলা দেখতে পারব।’ রাকিব নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানিয়েছেন, ‘ইউক্যাশ যে পদ্ধতিতে টিকিট বিক্রয় করছে, তা সাধারণ ক্রিকেটপ্রেমীদের পক্ষে পাওয়া সম্ভব নয়।’ তিনি আরও বলেছেন, ‘এটি এক ধরনের প্রতারণা। বিসিবি’র উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।’

চট্টগ্রামের আরও নানা পেশার লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা কেউই এ পদ্ধতিতে টিকিট কিনতে আগ্রহী নয়। এটা তাদের ব্যবসায়ের নতুন কৌশল বলে অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে দামপাড়া শাখায় যোগাযোগ করা হলে শাখার প্রধান হুমায়ুন মোর্শেদ দ্য রিপোর্টকে বলেছেন, ‘আমাদের এ পদ্ধতিতেই টিকিট বিক্রয় করতে বলা হয়েছে। ইউক্যাশ পদ্ধতি আধুনিক একটি পদ্ধতি। এতে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। যেকোনো ব্যক্তি খুব সহজেই তার বাসার নিকটস্থ বুথে এ অ্যাকাউন্টি খুলতে পারবে।’ নগদ টাকায় লাইনে দাঁড়িয়ে টিকিট কেনা যাবে এমন তথ্য দেওয়ার পর তিনি বলেন, ‘আমি এ বিষয়ে জানি না।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর