thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

ফতুল্লায় দুই কারখানার অর্থদণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ১২ ২১:০৯:২৭
ফতুল্লায় দুই কারখানার অর্থদণ্ড

নারায়ণগঞ্জ সংবাদদাতা : পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুটি শিল্প প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে সাড়ে চার লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা বুধবার তাদের ঢাকা সদর দফতরে তলব করে অর্থদণ্ড দেন।

পরিবেশ অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং কারখানা হতে সৃষ্ট তরল বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি পাশের খালের মাধ্যমে নদীতে ফেলা হয়। এ কারণে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত এসকে ডাইংয়ের মালিককে এক লাখ টাকা এবং শাহনুর ট্রেডার্সের মালিককে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদফতরের শুনানিতে অংশগ্রহণকারী ওই দুই প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ব্যক্তিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

প্রতিষ্ঠান দুটির মালিক ও প্রতিনিধিদের আগামী তিন মাসের মধ্যে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়।

(দ্য রিপোর্ট/এমএম/এমএআর/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর