thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চুয়াডাঙ্গায় মাদক ও ঘড়ির ব্যাটারিসহ আটক ১

২০১৪ ফেব্রুয়ারি ১২ ২১:২৬:২৬
চুয়াডাঙ্গায় মাদক ও ঘড়ির ব্যাটারিসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল ও ৩০০০ পিস ঘড়ির ব্যাটারিসহ মাহাবুল (২৫) নামে এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি-৬। বুধবার সকালে তাকে আটক করা হয়।

মাহাবুল দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের দিলু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক জানান, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে হাবিলদার শওকত আলী কাঁঠালতলায় দুজন চোরাচালানিকে ধাওয়া করে।

এ সময় মাহাবুলকে দুটি স্কুল ব্যাগসহ আটক করা হয়। তার সহযোগী ফয়েজ আলী পালিয়ে যায়।

পরে মাহাবুলের ব্যাগ তল্লাশি করে ফেনসিডিল ও ঘড়ির ব্যাটারি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালের আনুমানিক মূল্য তিন লাখ টাকা। বুধবার দুপুরে মালামালসহ মাহাবুলকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরআর/ইইউ/জেএম/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর