thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১২ ২১:৪২:০৯
সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মীর মৃত্যু

চট্টগ্রাম অফিস : সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ছদাহায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবিরকর্মী জসিম উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরেক শিবিরকর্মী মো. রফিক (৩০) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চামেক) চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ দুই শিবিরকর্মীকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করনে।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বলেন, ‘দুর্ধষ শিবির ক্যাডার রফিক ও জসিমকে গ্রেপ্তারের জন্য ছদাহা ইউনিয়নে গেলে শিবির ক্যাডারদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি বন্দুক এবং ৮ রাউণ্ড গুলি উদ্ধার করেছিল। তাদের বিরুদ্ধে সাতাকানিয়া ও লোহাগাড়া থানায় ২৫টির অধিক মামলা রয়েছে।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম জানান, সাতকানিয়ায় পুলিশ-শিবির ক্যাডার বন্দুকযুদ্ধের ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনার পর জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর অবস্থায় রফিককে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর