thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

‘দুর্নীতিকে জিরো টলারেন্স’

২০১৪ ফেব্রুয়ারি ১২ ২১:৪৮:২২
‘দুর্নীতিকে জিরো টলারেন্স’

চট্টগ্রাম অফিস : দুর্নীতিকে সরকার ‘জিরো টলারেন্স’ দেখাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। চট্টগ্রাম সার্কিট হাউজে বুধবার বিকেলে বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কোন অভিযোগই ফাইলবন্দী হয়ে থাকবে না। খাদ্য মন্ত্রণালয়ের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা কঠোরহস্তে দমন করা হবে। সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘কোন অজুহাত দিয়ে গুদামে খাদ্য অপচয়, নিম্নমানের চাল সংগ্রহ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত খাদ্যের গুদাম পুরনো, সেগুলো মেরামতের জন্য তালিকা তৈরি করে শিগগির মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করুন। আর কোনো ধরনের দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না।’

চারদলীয় জোট সরকারের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘তারা এ দেশকে খাদ্যে ঘাটতির দেশে পরিণত করেছে। তারা আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। এখন বাংলাদেশকে চাল আমদানি করতে হয় না। এ সরকারের আমলে জনগণকে খাদ্য নিয়ে কোনো আন্দোলন করতে হয়নি। বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে খাদ্যে নিরাপত্তার জন্য ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য মজুতের পরিকল্পনা নিচ্ছে।’

বিভাগীয় খাদ্য অধিদফতর আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক আহমেদ হোসেন খান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আতিউর রহমান, আঞ্চলিক খাদ্য অধিদফতরের কর্মকর্তা আবদুল আজিজ মোল্লা, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মো. হেলাল হোসেন এবং চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তাগণ।

এ সময় কর্মকর্তারা চট্টগ্রামের খাদ্য গুদামের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। মন্ত্রী এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমকে/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর