thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

হিলিতে ফেনসিডিলসহ নারী আটক

২০১৪ ফেব্রুয়ারি ১২ ২১:৫৭:০১
হিলিতে ফেনসিডিলসহ নারী আটক

দিনাজপুর সংবাদদাতা : হিলি সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ নাগিন (৪০) নামের এক নারীকে আটক করেছে বিজিবি। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি ৪০ ব্যাটালিয়নের হিলি বর্ডার আউট পোস্ট (বিওপি) ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, বুধবার দুপুর ১২টার দিকে ভারত থেকে আসার সময় নাগিন নামের ওই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রাখা ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে তাকে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় পাচঁবিবি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআই/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর