thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মাণ শ্রমিক আহত

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ০০:১৫:৫৬
যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মাণ শ্রমিক আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : যাত্রাবাড়ীর কাজলা স্কুল রোডে পুলিশের গুলিতে নুরুজ্জামান (৩২) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নুরুজ্জামান জানান, রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ তার বাম পায়ে গুলি লাগে। আহতাবস্থায় যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন।

শফিকুল ইসলাম জানান, কয়েকজন ছিনতাইকারীকে ধাওয়া করলে তারা গলির ভেতর চলে যায়। এ সময় গুলি ছুড়লে নুরুজ্জামানের পায়ে লাগে। আহত নুরুজ্জামান ছিনতাইকারী কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর