thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

ভারতের লোকসভায় হট্টগোল : ‘মর্মাহত’ মনমোহন

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ০১:০৮:১১
ভারতের লোকসভায় হট্টগোল : ‘মর্মাহত’ মনমোহন

কলকাতা প্রতিনিধি ও দ্য রিপোর্ট ডেস্ক : তেলেঙ্গানা ইস্যু নিয়ে বুধবার ভারতের লোকসভায় সংসদ সদস্যদের মধ্যে হট্টগোল হয়েছে। এ ঘটনার পরপরই দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন।

অন্ধ্র প্রদেশ ভাগ নিয়ে বুধবার দুই সংসদ সদস্যের মধ্যে হাতাহাতির মতো অবস্থায় পৌঁছায়। পরবর্তী সময়ে অন্যান্য সংসদ সদস্যদের মধ্যস্থতায় তা থামে৷ এ ঘটনার সময় সংক্ষেপে বাজেট পেশ করতে বাধ্য হন রেলমন্ত্রী মাল্লিকার্জুন খার্গে৷

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, সিমন্ধ্র থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া কে এস রাও, ডি পুরানদেশওয়ারি, কে সূর্য্যপ্রকাশ ও চিরঞ্জীব স্পিকারের সামনে রেলিং দিয়ে ঘেরা স্থানে ঢুকে অন্ধ্র প্রদেশ ভাগ না করার দাবি জানান।

কিছুক্ষণ পরেই নিজ নিজ আসন থেকে তাদের সমর্থন দেন একই অঞ্চলের দুই মন্ত্রী এম পাল্লাম রাজু ও ক্রুপারানি কিল্লি।

একই সময় কংগ্রেসের এম জগন্নাথ ও টিডিপির এন শিবপ্রসাদের মধ্যে প্রায় হাতাহাতির উপক্রম হয়।

শেষ পর্যন্ত শারদ যাদব, তৃণমূল কংগ্রেসের সৌগত রায় ও কংগ্রেস সদস্য জগদম্বিকা পালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে যা ঘটছে, তা দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক৷’

তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে মন্ত্রী কেএস রাও বলেন, ‘আমার বুকেও রক্তক্ষরণ হয়৷ কিছু আসন আর রাজনৈতিক ফায়দার জন্য একটা রাজ্যকে এভাবে ভাগ করা উচিত নয়।’

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর