thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘শেষ বল নিয়ে কোনো পরিকল্পনা ছিল না’

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ০১:৪৪:৫১
‘শেষ বল নিয়ে কোনো পরিকল্পনা ছিল না’

দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টোয়েন্টি-২০ ম্যাচে ২ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। তবে এর জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ বল পর্যন্ত। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ৩ রানের। ২ রান করলে টাই; এমন পরিস্থিতি শেষ পর্যন্ত রক্ষা করতে ব্যর্থ হয়েছে হাফসেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়। শেষ বলটি নিয়ে তেমন কোনো পরিকল্পনা কিন্তু ছিল না লঙ্কানদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কৌশল পেরেরা।

ম্যাচ জয়ের আনন্দ নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কান ওপেনার কৌশল পেরেরা। শেষ বল নিয়ে কোনো পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে পেরেরা বলেছেন, ‘আমাদের তেমন কোনো পরিকল্পনা ছিল না। শেষ বলের আগে দুটি ৪ হয়েছে। আমাদের বোলার শুধু নিজের মতো বল করেছেন। তবে কখনও মনে হয়নি আমরা ম্যাচ হেরে যাব।’

লঙ্কানদের হয়ে এ ম্যাচে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন এ ওপেনার। টোয়েন্টি-২০ ফরম্যাটে সব সময়ই ভালো খেলেন তিনি। পেরেরা বাঁ’হাতি। সনাৎ জয়সুরিয়াও ছিলেন বাঁ’হাতি। অনেকেই আপনাকে জয়সুরিয়ার সঙ্গে তুলনা করেন। এ বিষয়টি পেরেরা বলেছেন, ‘জয়সুরিয়া লিজেন্ড। তার সঙ্গে কোনো মতেই আমার তুলনা চলে না। আমি কৌশল। আর জয়সুরিয়া; জয়সুরিয়াই।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এএল/ফেব্রুয়ারি ১২. ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর