thereport24.com
ঢাকা, বুধবার, ১ মে 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২২ শাওয়াল 1445

মাহমুদ আকাশের বইমেলার গান

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ০২:৫৬:২৬
মাহমুদ আকাশের বইমেলার গান

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‌‘ফেব্রুয়ারি তুমি অমর একুশে বইমেলা/বইয়ের ভাঁজে ভাঁজে/স্বপ্নরঙের দোলা/বছর ঘুরে তুমি এলে সুখ বারতায়/লক্ষ প্রাণের আবেগী মিলন মেলায়’।

বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা নিয়ে উল্লেখিত গানটি লিখেছেন গীতিকার মাহমুদ আকাশ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাসুদেব ঘোষ। বাসুর সঙ্গে যিনি গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন তার নামটি থাকছে চমক হিসেবে। আগামী দুই-এক দিনের মধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হবে।

জানা গেছে, গানটি স্থান পাবে বাসুর সুরে ‘সূর্যালোকে শানিত প্রাণের গান’ অ্যালবামে। এ ছাড়াও ভাষা আন্দেলন নিয়ে মাহমুদ আকাশের লেখা ‘পূর্ব দিগন্তে রক্ত সূর্য এনেছে নতুন ভোর/সালাম রফিক জীবন দিয়ে এনে দিলো অক্ষর/একুশ আমার প্রাণের মাঝে বেজে যাওয়া এক সুর/বাঙলা আমার মায়ের ভাষা ছন্দ সুমধুর’ গানটিরও সুর করেছেন বাসু। যার সঙ্গীতায়োজন হয়েছে রক ধাচে। একুশে ফেব্রুয়ারি নিয়ে এটিই প্রথম রক ধাচের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সুরকার ও গায়ক সুমন কল্যাণ। এ গানটি থাকবে বাসুর সুরে দেশের গানের অ্যালবামে।

গান প্রসঙ্গে গীতিকার মাহমুদ আকাশ বলেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি এবং একুশে বইমেলা আমাদের বাঙালির প্রাণের অস্তিত্বে আয়োজন ও উৎসব। বিষয়ভিত্তিক গান লিখতে আমার ভালো লাগে। ভাষা আন্দোলনের মাসে এমন দুটি গানের জন্ম নেওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আশা করছি গান দুটি সবার হৃদয়ে জায়গা পাবে।’

(দ্য রিপোর্ট/এআর/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর