thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

রামগড়ে ৫ প্রার্থীর নামে ৪৭ মামলা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ০৩:৪৮:৪৮
রামগড়ে ৫ প্রার্থীর নামে ৪৭ মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর ছাড়া জেলার বাকি ৫টি উপজেলার অধিকাংশ চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধেই আদালতে মামলা রয়েছে। রামগড় উপজেলার তিন প্রার্থীর নামেই মামলা রয়েছে ৪৫টি। বাকি দুইজনের বিরুদ্ধে আছে দুটি মামলা।

এ ছাড়া জেলার মাটিরাঙ্গা, মানিকছড়ি ও পানছড়ি উপজেলার ৮ প্রার্থীর বিরুদ্ধে ৪৪টি মামলা থাকলেও এর অধিকাংশই নিষ্পত্তি বা খারিজ হয়ে গেছে।

রামগড়ে বিএনপি সমর্থিত শহীদুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ১৩টি মামলার মধ্যে ৯টিতে অব্যাহতি পেলেও একটি স্থগিত ও তিনটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ প্রার্থী একেএম আলীম উল্লাহর বিরুদ্ধে ৮টি মামলার মধ্যে তিনটিতে খালাস, তিনটি প্রত্যাহার, একটি শুনানিতে ও একটি খারিজ হয়েছে।

সবচেয়ে বেশি মামলা রয়েছে বর্তমান চেয়ারম্যান ও নাগরিক কমিটির প্রার্থী বেলায়েত হোসেন ভূঁইয়ার নামে। তার বিরুদ্ধে ২৪টি মামলার ১৫টিতে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান। বিচার চলছে পাঁচটি মামলার। হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে তিনটি মামলা। অপর একটি মামলায় সাজাপ্রাপ্ত হলেও জামিনে মুক্ত রয়েছেন তিনি। জমিজমা সংক্রান্ত ওই মামলায় তার ৫ বছর ৯ মাসের সাজা হয়।

তবে একই উপজেলার চেয়ারম্যান প্রার্থী চাইথোয়াই চৌধুরী ও কাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কোনো মামলা নেই।

এ ছাড়া মাটিরাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেমের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। তিনি এ পর্যন্ত ৮টি মামলায় খালাস পেয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী শামছুল হকের বিরুদ্ধে ৯টি মামলার ৮টিতেই খালাস পেয়েছেন তিনি। অপরটি বিচারাধীন অবস্থায় রয়েছে।

বিএনপি প্রার্থী তাজুল ইসলাম চার মামলার আসামি হলেও বর্তমানে একটি বিচারের অপেক্ষায় আছে। জামায়াত সমর্থিত প্রার্থী আলকাছ মিয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনী বিধিমালার একটি মামলা খারিজ হয়েছে।

মানিকছড়ি উপজেলার বিএনপি প্রার্থী এনামুল হক এনামের বিরুদ্ধে ৫টি মামলার মধ্যে দুটি স্থগিত, দুটি খারিজ ও একটি বিচারাধীন অবস্থায় রয়েছে। বিএনপির বিদ্রোহী প্রার্থী এসএম রবিউল ফারুকের বিরুদ্ধে ৬টি মামলার দুটিতে খালাস পেয়েছেন। আওয়ামী লীগের ম্রাগ্য মারমা একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন।

পানছড়ি উপজেলায় বিএনপি প্রার্থী অনিমেষ চাকমা রিংকু চারটি মামলায় খালাস পান। শান্তিচুক্তির আওতায় দুটি মামলা প্রত্যাহার হলেও একটি এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে।

তবে খাগড়াছড়ি সদরের চার প্রার্থীর কারো বিরুদ্ধেই কোনো মামলা নেই।

(দ্য রিপোর্ট/এইচএমপি/এসকে/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর