thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের তীব্রতা বৃদ্ধি, ১০ জনের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ০৯:৪১:৫৬
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের তীব্রতা বৃদ্ধি, ১০ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হেনেছে। দেশটির দক্ষিণাঞ্চলেও ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এই ঝড়ের কারণে এরই মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বিদুৎহীন অবস্থায় আছে। তুষার ও বরফপাত এবং শীতল বাতাসের কারণে দেশটিতে ৩ হাজার ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নর্থ ক্যারোলিনায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস এই ঝড়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে।

ওয়াশিংটন থেকে বোস্টন পর্যন্ত প্রায় এক ফুট পুরু তুষার জমে গেছে। গাছের পাতা থেকে শুরু করে বিদ্যুতের তারে এক ইঞ্চি তুষার জমেছে। তুষার জমে রাস্তা গাড়ি পার্কিংয়ের জায়গার সমান হয়ে গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৯৭৩ সালে আটলান্টায় আঘাত হানা ঝড়ের মতোই খারাপ প্রভাব ফেলতে পারে এই ঝড়টি।

প্রেসিডেন্ট বারাক ওবামা আক্রান্ত এলাকাগুলোতে প্রয়োজনে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার উত্তরাঞ্চলীয় কাউন্টিগুলোতে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা দিয়েছেন তিনি।

ফেডারেল ম্যানেজমেন্ট ইমার্জেন্সি এজেন্সি (ফেমা) জানিয়েছে, বুধবার আন্টলান্টার জরুরি কেন্দ্রে জেনারেটর, খাবার, পানি, কম্বল ও হালকা আসবাব দেওয়া হয়েছে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর