thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

মানুষের জন্য আইনি সহায়তা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১০:১৫:১২
মানুষের জন্য আইনি সহায়তা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জনগণের আইনগত অধিকার ও আইনি নানা বিষয় নিয়ে নির্মিত হয়েছে ‘আকাশ নীলা পাবলিক রাইটস’। আইন বিষয়ক এই আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করছেন বনি চৌধুরী।

অনুষ্ঠানটি সম্পর্কে পরিচালক বলেন, ‘বাংলাদেশে রয়েছে নানা ধর্ম, বর্ণ ও পেশার মানুষ। আমাদের দেশকে সঠিকভাবে পরিচালিত করার লক্ষ্যে রয়েছে সংবিধান ও সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা। এগুলো আমাদের অনেকেরই অজানা। আর এ কারণে বিভিন্ন সময় অনেকেই বিপদের মুখে পড়েন। আমাদের লক্ষ্য আইনের এই অজানা বিষয়গুলো মানুষের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘এ সব বিষয় আমাদের দেশের মানুষের দৈনন্দিন জীবনে যাবতীয় আইনি সমস্যার সমাধান করতে সহায়ক হবে। বাংলাদেশের প্রতিটি চ্যানেলে বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান থাকলেও আইন ও অধিকার বিষয়ক অনুষ্ঠান তেমন একটা দেখা যায় না। তাই এ ধরনের অনুষ্ঠান নির্মাণ করেছি।’

‘আকাশ নীলা পাবলিক রাইটস’ অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন আইনজীবী জিল্লুর রহমান।

এজেন্সি ব্রান্ড ফোকাস ও বনি চৌধুরীর প্রচেষ্টায় নির্মিত এই অনুষ্ঠানের প্রতিপর্বেই নতুন নতুন আইনি বিষয় তুলে ধরা হচ্ছে।

প্রতি শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে মাইটিভিতে এটি প্রচার হচ্ছে।

(দ্য রিপোর্ট/আইএফ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর