thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পাকিস্তানে বোমা হামলায় ৮ পুলিশ নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১১:০১:৫৫
পাকিস্তানে বোমা হামলায় ৮ পুলিশ নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচিতে বোমা হামলায় কমপক্ষে ৮ পুলিশ সদস্য নিহত ও বেসামরিক নাগরিকসহ ২০ জন আহত হয়েছেন।

করাচির শাহ লতিফ শহরে রাজ্জাকবাদ পুলিশ প্রশিক্ষণ কলেজের কাছে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

একটি পুলিশ বাসকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটনো হয় বলে জানা গেছে।

উদ্ধারকর্মীরা হামলার পর ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের জিন্নাহ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্ফোরণে বাসের পেছনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূর থেকেও এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দুর্ঘটনার পর অতিরিক্ত পুলিশ, রেঞ্জারস ও বোমা নিষ্ক্রিয় স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। (সূত্র : দ্য ডন)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর