thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১১:৩৫:৪৪
মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এ রায় ঘোষণা করা হয়।

মামলার দুই আসামি শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান।

ওই দুইজন আসামিকে যাবজ্জীবন জেল, ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও তিন বছরের জেল দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন প্রীতি আব্দুস সালাম।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন ও আবুল হোসেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় চলন্ত বাসে পোশাকশ্রমিক এক নারী (১৮) ধর্ষণের শিকার হন। বাসচালক দিপু তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে তাঁর সহকারী কাসেম তরুণীকে ধর্ষণ করে। ওইদিন বিকেলে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস-টার্মিনাল থেকে তাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন রাতে আক্রান্ত ওই নারী বাদি হয়ে বাসের চালক দিপু মিয়া ও সহকারী কাসেম মিয়াকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা পরিচালনার দায়িত্ব নেন মহিলা আইনজীবী সমিতি। ওইদিন বিকেলে পুলিশ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দিপুকে এবং রাতে ঢাকার আশুলিয়ার নবীনগর থেকে কাসেমকে গ্রেফতার করে। পরের দিন (২৫ জানুয়ারি) আসামি দিপু ও কাসেমকে আদালতে হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। জবানবন্দি শেষে বিচারক শেখ মো. মুজাহিদ-উল ইসলাম আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/এনইউ/এস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর