thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

নির্বাচনের সিদ্ধান্ত নিতে ইতালির ডেমোক্রেটিক পার্টির জরুরি সভা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১২:৩৪:৫১
নির্বাচনের সিদ্ধান্ত নিতে ইতালির ডেমোক্রেটিক পার্টির জরুরি সভা

দ্য রিপোর্ট ডেস্ক : প্রধানমন্ত্রী পদ থেকে এনরিক লেতাকে সরানোর বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রোমে বৈঠকে বসছে ইতালির ডেমোক্রেটিক পার্টি (পিডি)। এই বৈঠক থেকেই দলটির নেতারা সিদ্ধান্ত দেবেন, তারা এই সরকারের পক্ষে কাজ করবেন কিনা।

বৈঠকটি আগামী সপ্তাহে হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। সিজি প্যালেসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার প্রধানমন্ত্রী লেতা ও ডেমোক্রেটিক পার্টির নেতা ম্যাতিও রেঞ্জির মধ্যে খোলাখুলি আলোচনার পরই বৈঠক এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।

এই বৈঠকে ফ্লোরেন্স শহরের মেয়র রেঞ্জি লেতাকে সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী।

অন্যদিকে এই বৈঠক শেষে প্রধানমন্ত্রী লেতা বলেন, ‘যারা আমাকে সরিয়ে দিতে চাইছে, তাদের অবশ্যই এ ব্যাপারে যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে।’

নির্বাচনী অচলাবস্থা কাটিয়ে ওঠার পর জোট গঠনের মাধ্যমে গত বছরের এপ্রিল থেকেই ক্ষমতায় আছেন এনরিক লেতা।

বিবিসি প্রতিনিধি ডেভিড উইলিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রী লেতা সরকারি ব্যয়ের ব্যাপারে ভীষণ সতর্ক থাকলেও অর্থনীতিকেও চাঙ্গা করতে ব্যর্থ হয়েছেন।

প্রেসিডেন্ট গিয়রগিয়ো ন্যাপোলিতানো বলেন, সরকারের ভবিষ্যৎ ডেমোক্রেটিক পার্টির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। নির্বাচনে যাওয়ার জন্য এটি মোটেও ভালো সময় নয় বলেও উল্লেখ করেন তিনি। আইনসভা ভেঙ্গে দেওয়ার ক্ষমতার একমাত্র অধিকারী প্রেসিডেন্ট। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর