thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আ’লীগ অপপ্রচার চালাচ্ছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১২:৪০:১৬
‘উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আ’লীগ অপপ্রচার চালাচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বিএনপির উপজেলা নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উপজেলা নির্বাচন যেহেতু দলীয় নির্বাচন নয়, তাই বিএনপি এতে অংশ নিয়েছে। ভোটারবিহীন অবৈধ নির্বাচন করে বিএনপির চলমান আন্দোলন স্থিমিত করতে উপজেলা নির্বাচন ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা ও সাহাবুদ্দিন নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি শাহাদৎ হোসেন মৃধার বহিষ্কার আদেশ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠিকভাবে প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর