thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

আপিলে সাঈদীর যুক্তিতর্ক ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১২:৫০:৪১
আপিলে সাঈদীর যুক্তিতর্ক ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সাঈদীর মামলার পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে আজ সাঈদীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান ট্রাইব্যুনালের ১৪তম অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন করেন। এরপর আদালত মামলার কার্যক্রম আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলায় প্রথম আপলি শুনানি শুরু হয়। আর ২৮ জানুয়ারি আপিল বিভাগে এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ র্মাচ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল (আপিল নম্বর : ৩৯ ও ৪০) দাখিল করেন।

গত বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সার-সংক্ষেপ জমা দেন রাষ্ট্রপক্ষ। আর ১৬ এপ্রিল সার-সংক্ষেপ জমা দেন আসামিপক্ষ।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর