thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

মার্কিন আপত্তি সত্ত্বেও মুক্ত ৬৫ তালেবান বন্দি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৩:০১:১৪
মার্কিন আপত্তি সত্ত্বেও মুক্ত ৬৫ তালেবান বন্দি

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বাগরাম কারাগার থেকে ৬৫ জন তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।

আফগানিস্তানের এই সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে বলে দাবি করেছে ওয়াশিংটন। ওয়াশিংটনের দাবি, মুক্তি পাওয়া বন্দিরা ন্যাটো ও আফগান সেনাদের ওপর হামলা চালিয়েছে বলে প্রমাণ আছে।

তবে কাবুল জানিয়েছে, এ সব বন্দির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই।

গত বছরের মার্চে আফগানিস্তানের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের পর বাগরাম কারাগার থেকে কয়েকশ’ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে, নতুন করে ৬৫ জন বন্দিকে মুক্তি দেওয়ায় আফগানিস্তানে আবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে আফগান সেনাদের সম্পর্ক ফের শীতল হবে বলে বিবিসি জানিয়েছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর