thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ইরাকে বোমা হামলায় নিহত ১৭

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৩:০২:৪১
ইরাকে বোমা হামলায় নিহত ১৭

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকজুড়ে বোমা হামলায় অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক ও সেনাসদস্য নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বুধবার গাড়িবোমা ও রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার দূরে মুসায়েব শহরে। সেখানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ সব হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে দেশটির সুন্নি মুসলিমরা প্রায়ই শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে থাকে।

জানুয়ারি মাসে ইরাকজুড়ে হামলায় ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত বছর ছিল ২০১২ সালের পর ইরাকের সবচেয়ে রক্তক্ষয়ী বছর। (সূত্র : রয়টার্স)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর