thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গাংনীতে গুলি ও বোমাসহ আটক ১

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৩:০৫:২৭
গাংনীতে গুলি ও বোমাসহ আটক ১

মেহেরপুর সংবাদদাতা : জেলার গাংনী উপজেলার বামুন্দি স্কুল প্রাঙ্গণ থেকে চরমপন্থী দলের সদস্য শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক ভোলারদাড় গ্রাম থেকে ১৫০ গ্রাম গানপাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম দ্য রিপোর্টকে জানান, এলাকায় ইটভাটায় চাঁদাবাজি, বোমা তৈরি এবং চরমপন্থী কর্মকাণ্ডের হোতা শরিফুল। বুধবার রাতে বামুন্দি স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ভোলারদাড় গ্রামের কালামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কালামের ঘর থেকে ১৫০ গ্রাম গানপাউডার, ৪ কেজি কাচের মারবেল, ৪ কেজি গুঁড়া পাথর, ৪টি জর্দ্দার খালি কৌটা, ৫০টি জালের কাঠি ও একটি বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

শরিফুলকে প্রধান আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে তার দলের ১৩ জনের নামে গাংনী থানায় মামলা দায়ের করেছে পুলিশ। শরিফুলকে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে। গাংনী থানায় তার নামে আরও ৫টি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরবি/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর