thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৩:৪৫:২৭
টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি মৃত্যুবরণ করায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় বৃহস্পতিবার এ আসনের নির্বাচন তফসিল ঘোষণা করা হতে পারে।

তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। যাচাই বাচাইয়ের শেষ তারিখে ২৬ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ। ভোটগ্রহণ ২৩ মার্চ।

এ আসনটি বাসাইল ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৫৭৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৬১ হাজার ৮০৬ জন।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর