thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ফাইনালে নাপোলি

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৩:৫০:২৪
ফাইনালে নাপোলি

দ্য রিপোর্ট ডেস্ক : ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে নাপোলি। বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে নাপোলি ৩-০ গোলে হারিয়েছে এএস রোমাকে। ২ লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জয় তুলে নিয়েছে শিরোপার দ্বারপ্রান্তে থাকা নাপোলি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ফিওরেন্তিনা।

ফিওরেন্তিনা সেমিফাইনালে উদিনেসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল। উদিনেসকে ২ লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়েছে দলটি। ফাইনাল ম্যাচ সহজ হবে না তাদের। কারণ প্রতিপক্ষ নাপোলি।

স্যান পাওলোতে ফিরতি লেগে নাপোলিকে ৩ গোল এনে দিয়েছেন জোসে মারিয়া ক্যালেজন, আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন ও জরগিনহো ফ্রিল্লো। হিগুয়েন দারুণ খেলছেন এই মৌসুমে। ১৮টি গোল করেছেন। এক সময় নাপোলিতে ইতিহাস গড়েছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তিনি এই ম্যাচে হিগুয়েনের বীরত্ব দেখেছেন। মাঠে উপস্থিত থেকে খেলা দেখেছেন তিনি।

রাফায়েল বেনিতেজের দলটি কোনো সুযোগই দেয়নি রোমাকে। ইতালির লিগ সিরি’এ তেও ভালো করছে নাপোলি। মে মাসেই ইতালিয়ান কাপের ফাইনাল ম্যাচ রয়েছে।

(দ্য রিপোর্টার/এমএ/সিজি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর