thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

‘কীভাবে এ কথা বলেন সৈয়দ আশরাফ’

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৩:৫৫:১৩
‘কীভাবে এ কথা বলেন সৈয়দ আশরাফ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘পাঁচ বছরের আগে নির্বাচন হবে না, এ সংসদ অবৈধ নয়’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘সৈয়দ আশরাফ কীভাবে এ কথা বলেন? অবশ্যই এ সংসদ অবৈধ। এ সংসদের সাংবিধানিক কোনো ভিত্তি নেই।’

জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বৃহস্পতিবার দুপুরে ‘ভোটারবিহীন নির্বাচন সৃষ্ট গণতান্ত্রিক উত্তরণের পথ’ শিরোনামের এক আলোচনা সভায় মাহবুব এ কথা বলেন। সভার আয়োজন করে ‘সাংবিধানিক অধিকার ফোরাম।’

সংসদকে চোরাবালির সংসদ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনবিহীন সংসদ চোরাবালিতে দাঁড়িয়ে আছে। চোরাবালির সংসদে গণতন্ত্র যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে।’

দশম জাতীয় সংসদ বাতিল করে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে সরকারের প্রতি বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচনে যাতে সব দল অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করুন।’

সরকারকে সমঝোতার আহ্বান জানিয়ে মাহবুব বলেন, ‘এখনও সময় আছে। সংলাপের বিকল্প নেই। কারণ সংলাপ হচ্ছে গণতন্ত্রের একমাত্র ভাষা। আমাদের ভালো লাগুক বা না লাগুক সংলাপ করতে হবে।’

সভায় সংগঠনের সদস্য সচিব সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির নিবার্হী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গলসহ বিভিন্ন স্তরের নেতারা।

(দ্য রিপোর্ট/এমএইচ/একেএমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর