thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লালমোহনে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৪:৪৮:২০
লালমোহনে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মধ্যে ৩৭টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিজিবি মোতায়েনের দাবি জানিয়ে বুধবার কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠিয়েছে প্রশাসন।

জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। প্রার্থীরা যাতে আচরণবিধি অমান্য না করে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া নাশকতা এড়াতে বিজিবি মোতায়েনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।’

সহকারী পুলিশ সুপার মাহাফজুর রহমান জানান, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ ৮০ হাজার ৫১৮ জন। নারী ভোটার রয়েছেন ৮৮ হাজার ৯২৩ ও পুরুষ ভোটার ৯১ হাজার ৫৯৫ জন।

(দ্য রিপোর্ট/জিএসবি/একে/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর