thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ : আতাপাত্তু

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৪:৫১:৩৪
বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ : আতাপাত্তু

দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ২ ম্যাচের টোয়েন্টি২০র প্রথম ম্যাচে ২ রানে জয় পেয়েছে লঙ্কানরা। ঝরে ঝরে মেজেজা থাকা দলটি বৃহস্পতিবার সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে। দৌড় ও স্ট্রেচিংর পর ব্যাট বল হাতে অনুশীলনও করেছে। দ্বিতীয় ম্যাচে ‘স্বাগতিকদের কোনো সুযোগ দিতে চান না’-এমন মনোভাব নিয়েই ঘাম ঝরিয়েছে সফরকারীরা। ময়দানী লড়াইয়ের আগে ব্যস্ত ক্রিকেটাররা, তাই কোচ নিজেই কথা বলেছেন স্বাগতিক সাংবাদিকদের সঙ্গে।

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে আখ্যায়িত করেছেন লঙ্কান ব্যাটিং কোচ মারভান আতাপাত্তু। সিরিজের প্রথম টোয়েন্টি২০তে জয়ের পরদিন দলের নির্ধারিত অনুশীলন ছিল। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছিলেন মাত্র ৫-৭ জন ক্রিকেটার। অভিজ্ঞদের মধ্যে অনুশীলনে এসেছিলেন শুধু তিলকারত্নে দিলশান। টোয়েন্টি২০ বিশেষজ্ঞ এই ব্যাটসম্যান প্রথম ম্যাচের প্রথম ওভারেই মাশরাফির বলে বোল্ড হয়েছিলেন। ফলে নিশ্চিতভাবেই চাইছেন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে। তাই অনুশীলনে বিশেষ মনোযোগী ছিলেন সাবেক অধিনায়ক।

অনুশীলন শেষে প্রথম টোয়েন্টি২০ সম্পর্কে লঙ্কান ব্যাটিং কোচ আতাপাত্তু বলেছেন, ‘ম্যাচটি দারুণ উপভোগ্য ছিল। একেবারে শেষ বলটি পর্যন্ত জয়ের ব্যাপার নিশ্চিত ছিল না কোনো দল। এমন একটি জয়ে স্বভাবতই খুশি আমরা। বিশ্ব টোয়েন্টি২০র আগে এমন আরও কিছু জয়ের প্রত্যাশা আছে।’

প্রথম টোয়েন্টি২০র শেষ বল আরও একটু কৌশলে খেলতে পারলে জিতেও যেতে পারতো বাংলাদেশ, বিষয়টি আতাপাত্তুকে কতোটা বিস্মিত করেছে? তিনি বলেছেন, ‘বিস্মিত করেনি মোটেও। আমি জানি সীমিত ওভারের খেলায় বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। এ ছাড়া বিশ্বের বড় বড় দলগুলোর সঙ্গে তারা খেলছেও দারুণ। বিস্মিত হওয়ার সুযোগ নেই।’

দ্বিতীয় ম্যাচে দলে কোনো পরিবর্তন হবে কিনা এ ব্যাপারে তিনি বলেছেন, ‘দলের পরিবর্তন বিষয়ে নির্বাচকরা বলতে পারবেন। এ ছাড়া অধিনায়ক ও সহঅধিনায়ক মিলেই সিদ্ধান্ত নেবেন।’ নিজের ব্যাটিং দর্শন থেকে টোয়েন্টি২০ ব্যাটিং নিয়ে বলেছেন, ‘টোয়েন্টি২০তে অনেক চাপ থাকে। এর মধ্যে যারা সেরা পারফর্ম করতে পারবে, তারাই টোয়েন্টি২০তে সেরা ব্যাটসম্যান। ১২০ বলের খেলা এটি। সুতরাং সময়ের মধ্যে থেকে সেরাটা দেখা হয় এখানে।’

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর