thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এলাকায় পোস্টার, প্রার্থী অস্ট্রেলিয়ায়!

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৫:০১:৫৩
এলাকায় পোস্টার, প্রার্থী অস্ট্রেলিয়ায়!

পটুয়াখালী প্রতিনিধি : সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

কলাপাড়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ক্ষমতাসীন দলের সমর্থন পেয়েছেন তিনি। অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে বর্তমানে দুদকের তদন্ত চলছে।

জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, অবৈধ সম্পদের বিষয়ে দুদক তদন্ত শুরু করায় ২৭ জানুয়ারি অস্ট্রেলিয়ায় পালিয়েছেন মাহবুবুর রহমানের স্ত্রী। কিন্তু মানুষের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তাকে আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে তার পোস্টার। এ ধরনের পোস্টার দেখে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর লাইজু হেলেন লাকি বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত এড়াতে প্রীতি হায়দার অস্ট্রেলিয়া পালিয়েছেন। এ ঘটনা ধামাচাপা দিতে তার নামে পোস্টার সাঁটানো হয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির জ্যেষ্ঠ সদস্য আব্দুল মোতালেব তালুকদার বলেন, গত পাঁচ বছরে মাহবুবুর রহমান প্রভাব খাটিয়ে শত শত বিঘা জমি নিজের এবং তার স্ত্রী প্রীতি হায়দার ও আত্মীয়দের নামে দলিল করে নিয়েছেন।

জেলা আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, গঙ্গামতি এন্টারপ্রাইজ ও আন্ধার মানিক ট্রেডার্সের নামে মাহবুবুর রহমান এবং তার স্ত্রী পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও পৌরসভার কোটি টাকা লুট করেছেন। দুদকের দুর্নীতি তদন্ত শুরু হওয়ায় ২৭ জানুয়ারি প্রীতি হায়দার অস্ট্রেলিয়ায় পালিয়েছেন। মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তাকে প্রার্থী বানিয়ে নতুন নাটক সাজানো হয়েছে।

(দ্য রিপোর্ট/বিডি/একে/এনআই/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর