thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পর্দার আড়ালে ধোনি!

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৫:৩০:০০
পর্দার আড়ালে ধোনি!

দ্য রিপোর্ট ডেস্ক : রীতি অনুযায়ী সাধারণত কোনো টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক। কিন্তু ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই চলে গেছেন পর্দার আড়ালে। তার পরিবর্তে ওপেনার শেখর ধাওয়ান মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। এই দলের গুরুনাথ মিয়াপ্পন স্পট ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। এ ছাড়া ধোনির দিকেও সন্দেহের আঙুল উঠেছে।

ভারতীয় ক্রিকেট এই অনাকাঙ্ক্ষিত ব্যাপার এড়ানোর জন্যই ধোনিকে হয়ত সংবাদ মাধ্যমের মুখোমুখি করতে দেয়নি। মূলত এ ধরনের প্রশ্নে ব্রিবত হতে পারেন ধোনি।

অকল্যান্ডে ৪০ রানে হেরে ভারত ১-০ তে পিছিয়ে রয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি রাত ৪টায় শুরু হচ্ছে। সনি সিক্স সরাসরি ম্যাচ সম্প্রচার করবে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটে ঘাস রয়েছে। সবুজাভ উইকেটে পেসাররা ভালো করবেন। নিউজিল্যান্ড এই টেস্টে পরিবর্তন আনতে পারে। টেস্টে ব্যাটসম্যান টম লাথাম ও অলরাউন্ডার জিমি নিশামের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। লাথাম রস টেলরের বদলি হিসেবে মাঠে নামতে পারেন।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর