thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে ২ পুলিশের বিরুদ্ধে ঘুষের মামলা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৫:৩২:২১
রাজধানীতে ২ পুলিশের বিরুদ্ধে ঘুষের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী ভাটারা থানার এসআই মো. ইসরাইল ও এএসআই সজল কান্তি হীরার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ‘দৈনিক পুনরুত্থান’ নামক পত্রিকার সম্পাদক মো. জাহাঙ্গীর মিয়া উজ্জ্বল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. তসরুজ্জামানের আদালতে মামলাটি করেন।

আদালত মামলাটি আমলে নেন এবং মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের তত্ত্বাবধানে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা দ্য রিপোর্টকে বলেন, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নূরেরচালা বাজারে আনোয়ারা ফার্মেসি থেকে ওষুধ কিনে বাসায় ফেরার সময় উজ্জ্বলকে ডেকে নেন সজল কান্তি হীরা। পরে তার কাছে বিশ হাজার টাকা দাবি করা হয়। দাবি করা টাকা না দেওয়ায় বাদীকে থানায় নিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়।

তিনি আরও বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ বাদীর কাছ থেকে ২০ হাজার টাকা ও সাদা কাগজে সই নিয়ে তাকে থানা থেকে বের করে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/জেএ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর