thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

কাপাসিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৫:৫২:০৮
কাপাসিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

গাজীপুর সংবাদদাতা : জেলার কাপাসিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ছুরিকাঘাত করে স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী। কাপাসিয়া থানার বরজুনা গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আফরোজা বেগম (২৫)। তিনি বরজুনা গ্রামের আবুল হোসেনের মেয়ে। স্বামীর নাম সাইফুল ইসলাম। বাড়ি কাপাসিয়া উপজেলার ডুববাড়ি গ্রামে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ সংবাদটি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, এক বছর আগে আফরোজা ও সাইফুলের বিয়ে হয়। জামাই মাদকাসক্ত জানার পর বিয়ের পর থেকেই আফরোজা বাবার বাড়িতে বসবাস করতে থাকেন। সাইফুল বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। জামাইকে বাড়িতে রেখে শ্বশুর-শাশুড়ি গরু নিয়ে মাঠে যান। এ সুযোগে সাইফুল আফরোজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে আফরোজা মারা যান।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর