thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

২০১৪ ফেব্রুয়ারি ১৩ ১৫:৫৬:০২
জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রতি তিনি এ আহ্বান জানান।

জিএসপি সুবিধা ফিরে পেতে বেঁধে দেওয়া ১৬ শর্তের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখার অনুরোধ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা বাণিজ্যিক বিষয়ের মধ্যেই সীমিত থাকা উচিত। কিন্তু জিএসপি সংক্রান্ত আলোচনায় যদি গ্রামীণ ব্যাংক, ড. ইউনূস এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে আসা হয় তা হলে আমরা কখনোই জিএসপি সুবিধা ফিরে পাবো না।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সকল শর্ত পূরণের পর যদি জিএসপি না দেওয়া হয় তা হলে কি বলতে পারবো না যে, রাজনৈতিক কারণে দেওয়া হয়নি।’

‘জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্র সহানুভূতিশীল হবে’ এমন আশাবাদ ব্যক্ত করে তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দেশের সংবিধান অনুযায়ী এখানে নির্বাচন হয়েছে। অন্যদিকে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। সুতরাং কোনও চাপের মুখে সরকার মাথা নত করবে না।’

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর